শুভ নববর্ষ
আশীষ কুমার চক্রবর্তী,
যাদবপুর, কলকাতা
আমরা মানুষ জন্ম নিয়েছি এই পৃথিবীর বুকে
কেউ জানি না কতটা সময় আছে এই জীবনে।
বাংলায় আসে সে যে নববেশে
নবরুপে নববর্ষে
সব কাজ সেরে ছেড়ে চলে যায় একটা বছর পরে।
কালবোশেখী ঝড়ে ,গ্রীষ্মে বামা নাচে
ধানের রোপণে,ভরে বর্ষার শুরুতে।
জগতজননী রূপে দশভূজা বেশে
মহামায়া আসেন শরৎ ঋতুতে।
শীতের পূর্বাভাস দিতে হেমন্ত আসে
বাংলা মেতে ওঠে নবান্ন উৎসবে।
হেমন্তের ডানায় ভর করে শীত আসে বাংলায়
কত ফুল,ফল সবজী সম্ভারে প্রকৃতি ভরে যায়।
বিদায় শেষের শেষ ঋতু বসন্ত আসে শেষে
বসন্ত কত শোভা নিয়ে আসে বিদায় বেলাতে।
নববর্ষ যায় চলে যায় বসন্ত দিনের শেষে
পুরানো সঁপে দেয় নবীনকে আগামীর আগমনে।