শরতে ফেরা
অনিন্দিতা গুড়িয়া ,
নিউ-দিল্লি
সূয্যী মামা ছুটি নিয়ে
কোথায় গেল ঘুরতে?
বাদল জেঠু করছে ডিউটি
শুধু নাজেহাল করতে!
বৃষ্টি দিদি ইচ্ছে মতন
করছেন নাচা গানা,
মাঝে মাঝেই শম্পা পিসি
দিচ্ছে প্রবল হানা।
জীমূত পিসের দাঁত কিড়মিড়
সহ্য হয় না আর,
খুব হয়েছে বর্ষা মাসি
এবার ফেরো ঘর।
শরৎ কাকু দাঁড়িয়ে আছেন
ওই যে অপেক্ষায়
রোদ ঝলমল সুনীল আকাশ
সোনালী দিন আশায়।।