শারদ অর্ঘ্য

বাসবদত্তা গুড়িয়া,

নিউ-দিল্লি

শরৎ এলেই কাশফুল ফোটে
সাদা মেঘ ভাসে আকাশে
আগমনির সুর বেজে ওঠে
শিউলি গন্ধ বাতাসে।

দেবীর দশ হাতে দশ অস্ত্র
মহিষাসুরকে মারতে
দশভূজা হলেন দেবী,
ত্রিভুবন রক্ষার্থে।

কাত্যায়নী উমা সতী
দুর্গা পার্বতী
নানা রূপে অবতীর্ণা
হরতে দুর্গতি।

হিমালয়ের কন্যা দেবী
শিবের ঘরণী
মা মেনোকার গর্ভজাতা
সিংহ বাহিনী।

কার্তিক গণেশ লক্ষ্মী স্বরসতী
চার সন্তান জননী
মানব দানব সুরাসুর ত্রাতা
তুমি মা ভবানী।

মর্তে আসো পূজা নিতে
পাঁচটি দিনের তরে
শারদ অর্ঘ্যে মাতে বাঙালি
বিশ্বের সব ঘরে।।