ঋতুরাজ

অনুপ কুমার চট্টরাজ,

দিল্লি

হে ঋতুরাজ, তুমি এলে অবশেষে
বসন্তানিলে অরণ্য, দিগ্-দিগন্ত,
লতাকুঞ্জ, বৃক্ষকে অপর্ণ করে,
কোকিল-কোকিলার কুহু রব নিয়ে।

শীতে কুঁকড়ে থাকা প্রাণী তরুদল
তব আগমনে আজি আনন্দে বিহ্বল
নবোদিত কিশলয়-দল করে আহ্বান
শিমুল,পলাশ, মণিমালা, কুসুম সানন্দে রাঙায় ভুবন।

মহুয়ার সৌরভে মৌতাত প্রাণী চতুর্দিকে
বাসন্তী পূজা আর ফাল্গুনী পূর্ণিমার আনন্দে
মেদিনীবাসী আজি আপ্লুত তব আগমনে
হে ঋতুরাজ এভাবেই সাজিয়ে রেখো ধরিত্রীকে।

হে ঋতুরাজ, বছর-বছর তোমায় আমন্ত্রণ।