প্রকৃতিতে বর্ষা
শ্রীধর,
খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর
ঋতুচক্রের ভিন্নতায়, উপলব্ধিতে থাকে,
বিভিন্ন বৈচিত্র্যের স্বাদ,
প্রকৃতি ও সাজে, পরিবর্তিত পরিস্থিতিতে,
দূর করে অবসাদ।
একঘেয়েমী সব দূরে সরে যায়,
প্রকৃতির রসাস্বাদনে,
প্রাণীকূল বাঁচে নিজের মত করে,
প্রকৃতির'ই আচ্ছাদনে।
দাবদাহ দিয়ে গ্রীষ্ম যখন,
অতিষ্ঠ করে জীবন,
নির্মল আকাশে কলো মেঘ হয়ে,
বৃষ্টি ঝরে তখন।
বর্ষা আসায় সজীবতা ফেরে,
উদাসী হয় মন,
ভিজতে চেয়ে ছটফট করে দেহ,
অবিশ্রান্ত ধারার সন্।
আবার যখন রুদ্র রুপে বর্ষা,
ঝরে একনাগাড়ে অবশেষে,
ক্ষয়ক্ষতি সহ প্রাণ ও যায় বহু,
প্রাণীদের এক নিমেষে।
বর্ষা ছাড়া প্রকৃতির ভারসাম্য,
রক্ষা করা কঠিন,
বর্ষা আসুক তাই ঘুরে ফিরে,
কামনায় থাকাটাই সমীচীন।