প্রকৃত জীবন
অভিজিৎ দত্ত,
জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ
বিবেকানন্দ,রামকৃষ্ণদেব,বিদ্যাসাগর
আমাদের দেশের সব অসামান্য প্রতিভাধর।
তারা বলে গিয়েছিলেন জীবের সেবা করো
জীবের সেবাতেই ঈশ্বরকে উপলব্ধি করো।
অষ্টাদশ শতক থেকে একবিংশ শতকে এগিয়ে গিয়েছি
আজকে মানুষের অগ্রগতি হয়েছে সব দিকে।
সত্যিই কী মানুষের আসল উন্নতি হয়েছে?
না কি বাইরের উন্নতিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে?
আজ মানুষে,মানুষে ভেদাভেদ আর বিদ্বেষ
অশান্তি,অসাম্য,লড়াই এর কী হবে না শেষ?
একদিন ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিল
কত তার আশা ছিল,আজ সবই কী বৃথা হলো?
প্রিয় মানুষ,কবে তোমার জ্ঞান চক্ষু খুলবে?
কবে তোমরা পৃথিবীকে শান্তির দেশ করবে?
মানবজীবন হয়তো আমরা একবারই পাবো
তাহলে কেন একে আমি বৃথা নষ্ট হতে দিব?
মানুষ যদি ঠিকভাবে নিজেকে জাগাতে না পারে
তবে মানুষ হওয়ার দাবী কী সে করতে পারে?
তাই মানুষ হয়ে জন্মানোতে নেই বাহাদুরি
ভাবতে হবে দেশের,দশের জন্য কী করতে পারি।