নিরন্ন ললাটে

জাসমিনা খাতুন ,

রামপুরহাট, বীরভূম

তুই বলিস আগুন, বলিস উত্তাপ—তুই বলিস পলাশীর প্রান্তর
কেন তবে ঠোঁটে রাখিস বিষে ভরা কামড়,
ক্ষতবিক্ষত উত্তরসূরির জাত বংশের প্রাণনাশ?

আমি তো চাই, ভাবের ঘরে খুলি এক দোর—
যার ওপারে বসে তুই, ছুঁয়ে দিস উত্তমের উত্তম প্রভাতিয়া ভোর।

অচিনপুর বলিস? যাব না, যা বারবার দেখেছি শারমেহ বরাহের উল্লাস।

সে পথের রাক্ষস-খোক্কোস?
করিনি কখনো অধমের সঙ্গে সন্ধি—আপোষ।

আমি হাঁটি স্বপ্নের হাটে, পা ফেলি দিনে রাতে,
চাঁদের বাড়ি, মেঘের পাতায় পাতায়, স্বপ্নেরা সব আমার সাথেই হাঁটে।

তুই কি জানিস! হাট্টিমাটিম যাক না খেলে,
আমার মন তো তোকে নিয়েই রঙে মেলে।

ভূতপেত্নীর দেশও দামী,
যদি হাত ধরে তুই হাঁটিস,
চুপিচুপি ভালোবাসার গল্প ভালোবেসে বলিস।