কথা

হরিহর বৈদ্য ,

মোহনপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা

কথায় কথায় হয়না কথা শেষ
কত কথাই যে রয়ে গেলো বাকি,
হাজার বার বলতে গিয়েও শেষে
মনের মাঝে আজও গোপন রাখি।

জোর করে মুখ বন্ধ করা যায়?
মুক ও দেখি অনেক কথাই বলে,
সকল বিবাদ মিটিয়ে ফেলা যায়
এক পলকে কথার-ই কৌশলে।

কথাই পারে গড়তে ভালোবাসা
কথা কাঁদায়, কথা হাসায় কারো,
বলার আগে ভাবো একশ বার
যদি কথার মূল্য দিতে পারো।

মনের ভিতর হাজার প্রত্যাশা
মুখ হলো ওই বহিঃপ্রকাশ তার,
ফুটে ওঠে সবার মনের ভাষা
সুখ, দুঃখ, ঘৃণা ও অবজ্ঞার।

যেদিন দূরে চলে যাবে কেউ--
তার কথাই দেবে, তখন পরিচয়,
তরবারির থেকে কলম শক্তিধর
কথায় পারো করতে বিশ্বজয়।।