কবিগুরু

বাসবদত্তা গুড়িয়া,

নিউ-দিল্লি

শোনো ভাই শোনো শোনো
শোনো দিয়া মন
জগত জোড়া কবির এক
করিব বর্ণন।

সালটা ছিল ১৮৬১,
২৫ শে বৈশাখ
কলকাতার জোড়াসাঁকোয়
বেজে উঠলো শাঁখ।

দেবেন্দ্রনাথ সারদা দেবীর
অনেক সন্তান
তাদের মধ্যে ১৩ নম্বর
রবির খুবই নাম।

স্কুলে বিশেষ যাননি তিনি
বাড়িতেই পড়াশোনা
কাজের লোকের কাছেই মানুষ
মা কে তেমন পান না।

চার বছরে খাবার পাতে
প্রথম কবিতা সৃষ্টি
অজস্র গান কাব্য গল্প
শরৎ শীত বৃষ্টি।

বিশ্ব কবির তকমা পেলেন
নোবেল এলো ঘরে
নাইট উপাধি ত্যাগ করলেন
জালিয়ানবাগের হত্যার তরে।

নিজের সবটুকু উজাড় করে
গড়লেন বিশ্বভারতী
অখ্যাত গ্রাম বোলপুরের
বাড়লো ভারী খ্যাতি।

আকাশের রবির অবাধ বিচরণ
সারা জগৎ মাঝ
আমাদের রবীর কলম ঘোরে
মনের আনাচ কানাচ।

অবাক হয়ে ভাবি আমি
একটা মানুষ রবি
এক জীবনে এত সৃষ্টি
বিস্ময়কর ছবি!

একটা মানুষ সারা জীবন পড়ে
করতে পারবে না শেষ
এত কিছু লিখেছিলেন
একটা মানুষ বেশ!

২৫ শে বৈশাখের প্রখর রবি
২২ শে শ্রাবণে অস্ত
৮০ বছর ধরে মানুষটা
ছিলেন খুবই ব্যস্ত।

বৈশাখের রবি শান্ত হল
শ্রাবণের ধারা পাতে
রবীন্দ্রনাথ ঠাকুর আছেন
সবার হৃদয়েতে।।