জীবন এমনটাই
সুমিত্রা সাউ গিরি,
কাঁথি, পূর্ব মেদনীপুর
ভিড় পছন্দ করি না
তবুও ভিড়ের মাঝে
পথ চলা রপ্ত করতে শিখে নিয়েছি
অন্ধকার বরাবরই ভয়ের
তবুও একলা আকাশের তারা গুণতে
পারদর্শী আজকাল
একা থাকতে মোটেও ভালো লাগে না
তবুও একলা দুপুরে জীবনের অঙ্ক মিলিয়ে নিই
অহেতুক হাঁটি না অপ্রয়োজনীয় পথে
তবুও উপলব্ধি অহেতুক কিছুই নয়
জীবন মরণশীল
তবুও কী আকুতি এই একমাত্র জীবনের জন্য।