একবগ্গা বেকার

কাজল মৈত্র,

রানাঘাট

আমি প্রতিদিন কবিতা লিখি
নিয়ম করে পাথরও ভাঙ্গি
একটা শহরের জন্য পাথরই যথেষ্ট
আর জীবনের জন্য
সে তো কলম হাতেই আছে
মাথা উঁচু করে বাঁচবার জন্য
বৃক্ষের থেকে শিক্ষা নিতে হয়
সবুজ ক্লোরোফিলে কত জীবনের আলো
আর কবিতা সে তো শুধু
আমার মত একবগ্গা বেকারের জন্য ।