বৃক্ষ হতে চাস?
গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায় ,
বালি, হাওড়া
বৃক্ষ হতে চাইলেই কি বৃক্ষ হওয়া যায়?
প্রথমে তৃণ হতে হয় -
সকলের পদদলন সহ্য করতে করতে
বেশ কয়েক জন্ম কাটিয়ে দিতে পারলে
তবেই হতে পারা যায় গুল্ম।
সেই গুল্ম-জীবনে অনেক ঝড় সহ্য করে
অনেকবার নুয়ে পড়ে
অনেক তৃণভোজীর খাদ্য হতে হতে
আপন কাঁটাতে তাকে নিবৃত্ত করে
ধীরে ধীরে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে
আরো বেশ কিছু জন্ম কাটিয়ে দিতে পারলে
তবেই অর্জন করা যায় বৃক্ষ জন্ম।