স্ত্রৈন

অভিজিৎ মুখোপাধ্যায়,

নতুন দিল্লি

স্ত্রীঃ একি ! সকাল বেলার জল-খাবার না খেয়ে তুমি কাঁদছো যে ? কি ব্যাপার ?

[স্বামী অবোধ শিশুর ন্যায় স্ত্রীর মুখপানে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে ।]

স্ত্রীঃ কাঁদার কারণটা কি ? বুকে ব্যথা হচ্ছে ? না বললে বুঝবো কেমন করে ? এতদিন জানতাম ইতালীয়ান স্বামীরা
পৃথিবী বিখ্যাত কাঁদুনে হয় । এখন তো দেখছি তুমি তাঁদেরও হার মানিয়েছ ।

স্বামীঃ সাধনের বৌটা দু’দিনের জ্বরে আজ সকালে হঠাৎ মারা গিয়েছে ।

স্ত্রীঃ ও! তাই তোমার চোখে জল ? পরের বৌয়ের জন্যে তোমার এত দরদ ? বলি আমি ম’লে এমন করে কাঁদবে তো ?

স্বামীঃ ছিঃ আমার বুঝি তখন লজ্জা করবে না ? পাছে লোকে যদি বলে - আমি স্ত্রৈন !

স্ত্রীঃ বুঝেছি তুমি জাতে মাতাল তালে ঠিক । ডুবে ডুবে জল খাওয়া হচ্ছিল এতদিন ?