বাগদেবী

ঝরনা সরদার,

গড়িয়া, কলকাতা

বিদ্যার দেবী তুমি
"সরস্বতী"নামে
পরিচিত হয়ে আছো
এই ধরাধামে।
শুভ্র বস্ত্রে -শুদ্ধ দেহে
হয়ে এক মনে
পুষ্প বিল্বপত্রাঞ্জলি দেব
ও রাঙা চরণে।
শুভ দৃষ্টি দিও মাগো
দিও পদ ছায়া।
বিদ্যা তরী পার হয় যেন
তব সন্তানেরা ।
তব বরে কালিদাস
হলো মহাকবি।
সেই আশা বুকে নিয়ে
অন্তরে রেখেছি তব ছবি।
কৃপা তুমি করো মাগো
দিও স্নেহাশীষ
তাই রেখেছি তোমার পায়ে
বই খাতা আর
বাঁশের শীষ।