বাগদেবী
ঝরনা সরদার,
গড়িয়া, কলকাতা
বিদ্যার দেবী তুমি
"সরস্বতী"নামে
পরিচিত হয়ে আছো
এই ধরাধামে।
শুভ্র বস্ত্রে -শুদ্ধ দেহে
হয়ে এক মনে
পুষ্প বিল্বপত্রাঞ্জলি দেব
ও রাঙা চরণে।
শুভ দৃষ্টি দিও মাগো
দিও পদ ছায়া।
বিদ্যা তরী পার হয় যেন
তব সন্তানেরা ।
তব বরে কালিদাস
হলো মহাকবি।
সেই আশা বুকে নিয়ে
অন্তরে রেখেছি তব ছবি।
কৃপা তুমি করো মাগো
দিও স্নেহাশীষ
তাই রেখেছি তোমার পায়ে
বই খাতা আর
বাঁশের শীষ।

২৫ শে বৈশাখ
ঝরনা সরদার,
গড়িয়া।
কবি গুরুর জন্মদিন
"" ২৫ শে বৈশাখ "
তোমায় জানাই স্বাগত
হে শুভ ২৫ শে বৈশাখ।
প্রতি বৎসর এই দিনটি
পালন করি অতি আনন্দে।
ফুল দিয়ে মোরা
সাজাই তোমায় অতি ভক্তিভরে।
তোমায় জানাই প্রণাম
তোমায় স্মরন করি মোরা--
তাই তোমারে পরাই মালা
দিই য়ে ফুলের তোড়া।
তোমার রচিত পদ্য-নাটক
আর সঙ্গীত নিয়ে
দাঁড়াই এসে রঙ্গ মঞ্চে
দাঁড়াই যে সেজে গুজে।
হাত তালি বাহবা কুড়াই
করি যে কত শিল্পীর বড়াই --
এ সবই যে তোমারই পাওয়া
তোমারই অসীম দয়া।
করছি যে মোরা --
গঙ্গা জলে গঙ্গা পূজা।
হে বরেণ্য বিশ্ব কবি
তুমি এসো আমাদের মাঝে --
ভরিয়ে দাও মোদের হৃদয় -
আরো নতুন কবিতা
নব নব ছন্দে ভরিয়ে।
