এসো হে বৈশাখ
সুস্মিতা ভান্ডারী কর,
বালিগঞ্জ, কলকাতা
বিগত বছরের স্মৃতি,
চেতনায় গচ্ছিত থাক।
নতুনের বার্তা নিয়ে,
এসো হে বৈশাখ।।
নতুন বছরের ১লা দিনে,
শপথ করি মনে,
করবো আমি ভালো কর্ম,
এই নতুন সনে।।
ভেদাভেদ মুছে পাক না মানুষ
মানসিক স্পর্শ,
মানুষ শুধু হোক না মানুষ
বাঁচতে শিখুক নতুন করে।।
বাউলের গানে পলাশের বনে,
মেতেছে আজ বাঙালির মন।
আহারে বাহারে ভরে উঠুক সকলের নববর্ষ।
