এমনও যে হয়

কুমার আশীষ রায়,

নিউ-দিল্লি

রাতের গভীরে আকাশে জ্যোৎস্না
মেলেছে নগ্ন শশী
মনোদর্শন-তত্ত্বের খোঁজে
নিরালায় এসে বসি

আঁধার আপন স্বত্ত্ব হারিয়ে
আলোকের অধিকারে
কুঁড়েমি এসে অলসের ঘাড়ে
চুপিচুপি ডিম পাড়ে

চিন্তার ঢেউ মগজের তটে
আছড়ায় উদ্বেলে
মাতৃভূমির সোহাগ-স্মৃতি
দেশান্তরেই গেলে

বিবেকের বল ক'রে সম্বল
ঋজু পথে যার চলা
প্রমাণের দাবী করে না সততা
সপ্তম স্বরে গলা

ক্ষমাহীন শতজন্মের ক্ষুধা
জন্মান্তরে বিস্তার
শাস্তিতে পাওয়া দেহে কারাবাস--
সহজেই নাই নিস্তার

ভালবাসা-পরিযানে পূর্ণ
আবেগ অন্তহীন
অন্ধ হয়েও, বুঝে যায় যে ---
তার কি দৃষ্টি ক্ষীণ ?

বিপৎকালে শক্ত হাতে
ধরতে পারলে হাল
কপট স্রোতে কে ছাড়াবে
জ্যান্ত দেহের ছাল ?

প্রলয় এসে নামতে পারে
ধূর্তের সংঘাতে
অক্ষমের-ই যষ্ঠি ধরা
ভগবানের হাতে।