আগমনী

ঝরনা সরদার,

গড়িয়া

বর্ষা রানী বিদায় নেবে দিয়ে নূতন সাড়া
আসছে শরৎ এবার শুধু সাজ গোজেরই পালা।
নূতন সাজে সাজবে সবাই পরবে নূতন বসন।
বেলতলা তে দুর্গা দেবীর হবে যে বোধন।
আগমনী বার্তায় শিউলি ফোটে অঝোর ঝরে
সবাই যেন মেতে ওঠে দেবীর পরশ পেয়ে।
হিংসা দ্বেষ ভুলে গিয়ে
মেলে সবাই আলিঙ্গনে দেবীর আশীষ নিয়ে।
শরৎ এলে কাশবনে তে ভাসে মেঘের ভেলা
শরৎকালে আকাশেতে রংবেরঙের মেলা।
শারদীয়ার গন্ধ পেয়ে পদ্ম ফোটে পাপড়ি মেলে
মৌমাছিরা গুনগুনিয়ে আসছে দলে দলে।
মধুর লোভে প্রজাপতি মেলে রঙীন পাখনা
ভ্রমর ছোটে পদ্ম বনে আপন সুরে
গুন গুনিয়ে উড়িয়ে দিয়ে ডানা।।